স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ লাইসেন্স না থাকায় চট্টগ্রামের ৩৮টি ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশগত ছাড়পত্র বাতিল করেছে পরিবেশ অধিদফতর। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো: নুরুল্লাহ নুরী স্বাক্ষরিত এক আদেশে এসব প্রতিষ্ঠানের পরিবেশগত ছাড়পত্র বাতিল করা হয়।
ইতোপূর্বে পরিবেশগত ছাড়পত্র নবায়নের জন্য হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সমূহকে পরিবেশ অধিদফতরের পক্ষ হতে চিঠি দেওয়া হয়। পরে দেখা যায় বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টারের স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স নবায়ন করা হয়নি। যাদের হালনাগাদ স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স নেই, তাদের পরিবেশগত ছাড়পত্র বাতিল করা হয়েছে।
পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো: নুরুল্লাহ নুরী জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ ও বর্তমান অনুসৃত নীতিমালা অনুযায়ী এসব প্রতিষ্ঠানের হালনাগাদ স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স নাই। হালনাগাদ স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স না থাকায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী এসব প্রতিষ্ঠান সমুহের পরিবেশগত ছাড়পত্র বাতিল করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের আরো ৮টি হাসপাতালের কাগজপত্র চাওয়া হয়েছে বলেও তিনি জানান।
পরিবেশগত ছাড়পত্র বাতিল হওয়া ডায়াগনস্টিক সেন্টার গুলো হলো: নগরীর পোর্ট কানেক্টিং রোডের অর্গান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, কামাল বাজার এলাকার রয়েল প্যাথলজি সেন্টার, কাপ্তাই রাস্তারমাথা এলাকার মেডিকেল স্কয়ার, জাকির হোসেন রোডের সিইআইটিসি লেন্স প্রসেসিং ইউনিট, হামজারবাগের সিটি ল্যাব ডায়াগনস্টিক কমপ্লেক্স, আগ্রাবাদ ও স্ট্র্যান্ড রোডের সানওয়ে মেডিক্যাল সেন্টারের দুটি শাখা, নিউ মনসুরাবাদ, জামালখান বাইলেইন ও দেওয়ানহাট সুপারিওয়ালা পাড়া এলাকার সূর্যের হাসি নেটওয়ার্কের তিনটি শাখা, পাঁচলাইশ আবাসিক এলাকার দি হেলথ হোম (প্রা:) লি., কে বি ফজলুল কাদের রোডের উডল্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পাঁচলাইশ এলাকার চিটাগং কেমোথেরাপি সেন্টার, উত্তর আগ্রাবাদ রঙ্গিপাড়ার নিষ্কৃতি ক্লিনিক, উত্তর কাট্টলীর আকবরশাহ ও চাঁন্দগাও মৌলভীপুকুর পাড়ের ইমেজ সূর্যের হাসি ক্লিনিকের দু’টি শাখা, মোমিন রোডের মুন ডায়াগনস্টিক সেন্টার, আগ্রাবাদের রোজভ্যালি হেলথ সেন্টার, পোর্ট কানেক্টিং রোডের নতুন বাজার এলাকার কিউম্যাক্স হেলথ কেয়ার, হালিশহর বড়পোল এলাকার মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, ফ্রি পোর্ট এলাকার মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার, পূর্ব ষোলশহর ও অক্সিজেন মোড়ের ব্র্যাক রোগ নির্ণয় কেন্দ্র, পতেঙ্গা কাঠগড় এলাকার কাঠগড় ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার, হালিশহর নয়াবাজার এলাকার এম এন ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার, ডিটি রোডের ঈদগাঁ এলাকার মেডিসেভ প্যাথলজি ল্যাব, জামালখানের ল্যাব ওয়ান হেলথ সার্ভিসেস, সদরঘাট রোডের পালস ক্লিনিক্যাল ল্যাবরেটরি অ্যান্ড ডায়াগনসিস, জামালখান রোডের দি মেডিক্যাল ল্যাবরেটরি, আগ্রাবাদের মেডিসিন মেডিক্যাল সার্ভিসেস ও প্যানাসিয়া ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা:) লিমিটেড, মেহেদীবাগের হরমোন ও ডিএনএ সেন্টার, কে বি ফজলুল কাদের রোড়ের কর্ণফুলী ব্লাড ব্যাংক এ্যান্ড থ্যালাসেমিয়া সেন্টার, জাকির হোসেন রোডের চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন, শেরশাহ কলোনীর বায়েজিদ ডায়াগনস্টিক সেন্টার, প্রবর্তক মোড়ের বাংলাদেশ আই হসপিটাল লি., মোহরা এলাকার হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টার এবং কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার।