পরিবেশ ছাড়পত্র গ্রহণ ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনার দায়ে চট্টগ্রামে ইন্টারন্যাশনাল টোবাকো ইন্ডাস্ট্রিজের কার্যালয় সিলগালা করেছে পরিবেশ অধিদফতর।
বুধবার অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক (সরকারের উপসচিব) মোহাম্মদ নুরুল্লাহ নুরীর নেতৃত্বে এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটি গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী জানান, নিয়মিত এনফোর্সমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে কালুরঘাট শিল্প এলাকায় বুধবার অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশগত ছাড়পত্র ছাড়া অবৈধভাবে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে গত বছরের ৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ৭০ লাখ টাকা পরিবেশগত ক্ষতিপূরণ আরোপ করা হয়। একই আদেশে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ এবং ছাড়পত্র গ্রহণ ছাড়া প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
পরিবেশ অধিদফতরের মহানগর কার্যালয়ের এই আদেশের বিরুদ্ধে প্রতিষ্ঠানটি পরিবেশ মন্ত্রণালয়ে আপিল করলে সেখানে আপিল খারিজ হয়। কিন্তু পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়া উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখায় গত ১ জুলাই প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে শুনানিতে হাজির হবার নোটিশ দেয়া হয়।
শুনানি শেষে পুনরায় প্রতিষ্ঠানটি আড়াই লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয় এবং ছাড়পত্র গ্রহণ ছাড়া উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। একই সাথে পরিবেশগত ছাড়পত্রের জন্য অনলাইনে আবেদন করার এবং যে সমস্ত কাগজপত্র দাখিল করতে হবে তার তালিকাও দেয়া হয়। কিন্তু এসবের কোনো তোয়াক্কা না করেই প্রতিষ্ঠানটি উৎপাদন অব্যাহত রাখায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে বলে তিনি জানান।
অভিযানকালে চাঁন্দগাঁও থানা পুলিশ, র্যাব, বিদ্যুৎ বিভাগ ও কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির টিম অংশ নেন বলেও তিনি জানান।