পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দ্বিতীয় দফায় আরো এক মাস পেছানো হয়েছে। চলতি বছরের ২৭ আগস্ট পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় তা পিছিয়ে ২৭ অক্টোবরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমিটির অনলাইন মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়।
পরীক্ষা পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান। তিনি বলেন,করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা ভালো হলে আগস্টের শেষে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”
তিনি আরো জানান,ভর্তি পরীক্ষা আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হবে। ২৭ ও ২৮ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, ২৯ অক্টোবর ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর সমাজবিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিট, ১ ও ২ নভেম্বর বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিট, এবং ৫ নভেম্বর ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।”
উল্লেখ্য এবারও বিশ্ববিদ্যালয়ের ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটের মাধ্যমে নেওয়া হবে। সরাসরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই হবে ভর্তি পরীক্ষা।