রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

চতুর্থবার জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৫৩ জন নিউজটি পড়েছেন
আমির খানের সন্তানকে কেন মুসলিম হতেই হবে, প্রশ্ন কঙ্গনার

অভিনয় দিয়ে বলিউড চলচ্চিত্রে নিজের জায়গায় পোক্ত করেছেন কঙ্গনা রনৌত। উপহার দিয়েছেন বহু ব্যবসা সফল ছবি। পেয়েছেন বহু পুরস্কার। ফের তার পালকে যোগ হলো আরও একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘মনিকর্ণিকা’ এবং ‘পাঙ্গা’ ছবির জন্য চতুর্থবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন এই অভিনেত্রী।

২০২০ সালের মে মাসেই এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে করোনা সংক্রমণের জেরে অনুষ্ঠান পিছিয়ে যায়। সোমবার সন্ধ্যায় ঘোষণা করা হয় ভারতের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

২০০৮ ‘ফ্যাশন’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বাদ পান কঙ্গনা। এরপর ২০১৪ সালে ‘কুইন’ ছবিতে শ্রেষ্ঠ অভিনেত্রী, ২০১৫ ‘তনু ওয়েডস মনু’ এর জন্য তৃতীয়বার এবং ২০১৯ ‘মনিকর্ণিকা’ এবং ‘পাঙ্গা’ ছবি জন্য চতুর্থবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন তিনি।

চতুর্থবার জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা

তিনি ৪ বার ফিল্মফেয়ার পুরস্কার পান। শ্রেষ্ঠ নারী অভিষেক হিসেবে গ্যাংস্টার দিয়ে ২০০৬ সালে প্রথমবার ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে ২০০৮ সালে ‘ফ্যাশন’, ২০১৪ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ‘কুইন’ এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে (সমালোচক) ‘তনু ওয়েডস মনু’ ২০১৫ সালে ফিল্মফেয়ার সম্মাননা পান কঙ্গনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English