চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের আশপাশের ব্যক্তি মালিকানাধীন মেস ও কটেজসমূহে অবস্থানরত শিক্ষার্থীদের ভাড়ায় ৪০ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত এপ্রিল মাস থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় না খোলা পর্যন্ত কার্যকর থাকবে।
বিষয়টি দৈনিক নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, কটেজ মালিক সমিতির সাথে আমাদের দফায় দফায় সভা হয়। শিক্ষার্থীদের আর্থিক অবস্থা বিবেচনায় আমাদের দাবি ছিল ৫০ শতাংশ কমানো। কটেজ মালিক সমিতি ২০ শতাংশের বেশি ছাড় দিতে অপারগতা প্রকাশ করে আসছিল। পরে তারা ৩০ শতাংশ ছাড় দিতে রাজি হলে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের অনুরোধে তারা ৪০ শতাংশ করতে সম্মত হয়।
তিনি আরও বলেন, মালিক সমিতির কিছু ক্ষতিপূরণের দাবি থাকলে ইউএনও মহোদয় উপজেলা প্রশাসন থেকে ৫০,০০০/- প্রদানের আশ্বাস দেন।