বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

চসিক নির্বাচন : ৭৩৫ কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচারণা ইতোমধ্যে শেষ হয়েছে। সিটি নির্বাচনে ৭৩৫ কেন্দ্রে আগামীকাল বুধবার ইভিএম পদ্ধতিতে চলবে ভোটগ্রহণ। নগরে মোট ভোটার রয়েছে ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এখন শেষ মুহূর্তে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হল, আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়, বন্দর স্কুল অ্যান্ড কলেজ থেকে সরঞ্জামাদি বিতরণ শুরু হয়। এখান থেকে প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে কেন্দ্রে নিয়ে যান দায়িত্বপ্রাপ্তরা।

এ সময় চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান জানান, আজ বিকেলের মধ্যেই নির্বাচনের সরঞ্জামাদি সব কেন্দ্রে পৌঁছে যাবে। সেখানে সরঞ্জামাদিগুলো চেক করে সমস্যা হলে তা দ্রুত সমাধান করে আগামীকালের নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English