শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

চালক অন্যমনস্ক হলে জানাবে টেসলা ক্যামেরা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৫৮ জন নিউজটি পড়েছেন
চালক অন্যমনস্ক হলে জানাবে টেসলা ক্যামেরা

গাড়ির ড্রাইভিং সিটে বসে অন্যমনস্ক হলেই ঘটতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। এমনকি রয়েছে মৃত্যু ঝুকিও। তবে দুর্ঘটনা এড়াতে এবার নতুন প্রযুক্তি নিয়ে এল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। কেবিন-ফেসিং ক্যামেরা ব্যবহার করে একটি ড্রাইভার মনিটরিং সিস্টেম সফটওয়্যার প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা যাবে চালককে। চালক যদি কখনো অন্যমনস্ক হয়, তাহলে এলার্ম তাকে সতর্ক করে দিবে। প্রতি মুহূর্তে চালক কতটুকু সচেতন রয়েছেন তাও জানা যাবে এর মাধ্যমে। এক বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা।

এর আগে আরও কিছু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রায় কাছাকাছি ধরনের প্রযুক্তি ব্যবহার করেছে। চালক কোথায় তাকাচ্ছে সে অনুযায়ী গাড়ির গতি উঠা-নামা করা। যেমন কেউ একজন ড্রাইভিং সিটে বসে মোবাইল ব্যবহার করছে, তখন অটোমেটিক গাড়ির গতি কমে যাবে।

টেসলার শুধুমাত্র অটোপাইলট মডেল-ওয়াই ও মডেল-৩ তে এখন পাওয়া যাবে এ প্রযুক্তি ব্যবহারের সুবিধা। ২০২১ সালের আগে বানানো মডেল-এক্স ও মডেল-এস গাড়িতে পাওয়া যাবে না কেবিন ক্যামেরা সেবা।

এ প্রযুক্তি গাড়ি মুভমেন্টের তথ্য ডেটাবেজে সেভ রাখবে কি না, এমন প্রশ্নেরও জবাব দিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। টেসলা বলছে, প্রাইভেসি বিবেচনায় কোন ডেটা অটো সেভ থাকবে না। যদি না ব্যবহারকারী তার সেভ অপশনটি চালু না করে থাকে।

এর আগে, সম্পূর্ণ চালকবিহীন গাড়ি বাজারে এনেছে টেসলা। যদিও তাদের এ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ বলছে, গাড়িগুলোকে পুরোপুরি চালকবিহীন বলা যাবে না। কারণ একজন ব্যক্তিকে কোন না কোন ভাবে গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়। এছাড়া টেসলার চালববিহীন গাড়িগুলো কয়েকবার সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে।

সূত্র: বিবিসি, বিজনেস ইনসাইডার

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English