সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

চিলাহাটি হয়ে ভারতের সঙ্গে ট্রেন চলাচল শুরু ১৭ ডিসেম্বর

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম বলেছেন, ‘এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের চাহিদা আমরা পূরণ করতে যাচ্ছি। ১৭ ডিসেম্বর নীলফামারী জেলার চিলাহাটি হয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগ পুনঃস্থাপন কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে ওই চাহিদা পূরণ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই রেলপথ উদ্বোধন করবেন।’

বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই রেলপথ উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।

এই রেলপথ স্থাপনের প্রেক্ষাপট সম্পর্কে প্রস্তুতি সভায় রেলপথমন্ত্রী নূরুল ইসলাম বলেন, ‘১৯৬৫ সালের আগ পর্যন্ত এ পথে দুই দেশের মধ্যে নিয়মিত রেল যোগাযোগ চালু ছিল। সে সময়ে পথটি ব্যবহার করে ভারতের দার্জিলিং থেকে বাংলাদেশের খুলনা হয়ে ভারতের কলকাতা পর্যন্ত মালবাহী ও যাত্রীবাহী ট্রেনের চলাচল করত। পাকিস্তান–ভারত যুদ্ধের পর এই পথ বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রেল–সংযোগটি চালুর উদ্যোগ নেয়।’

১৭ ডিসেম্বর পণ্যবাহী ট্রেন চলাচলের মধ্য দিয়ে দুই দেশের রেল যোগাযোগের কার্যক্রম উদ্বোধনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ৫৫ বছর পর আবার এ পথে ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ শুরু হবে।
হাফিজুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক, নীলফামারী
প্রস্তুতি সভায় নীলফামারী-১ আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান, সংরক্ষিত মহিলা সাংসদ রাবেয়া আলীম, রেলের যুগ্ম সচিব আতিকুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরকার সাহাদাৎ আলী, সাবেক সাংসদ এন কে আলম চৌধুরী, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মামুনুল হক, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবির, চিলাহাটি রেললাইন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আবদুর রহীম প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেলে মন্ত্রী চিলাহাটি রেলস্টেশন ও উদ্বোধনী অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন।

রেলওয়ে সূত্র জানায়, এ পথে ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল চালু করতে ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশ রেলওয়ে চিলাহাটি থেকে সীমান্ত পর্যন্ত ৬ দশমিক ৭২৪ কিলোমিটার ব্রডগেজ রেললাইনের নির্মাণকাজ শুরু করে। গত বছরের ২১ সেপ্টেম্বর চিলাহাটি রেলস্টেশন চত্বরে ওই প্রকল্পের উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম। এ রেললাইন নির্মাণে ব্যয় ধরা হয় ৮০ কোটি ১৬ লাখ ৯৪ হাজার টাকা। অপর দিকে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি থেকে হলদিবাড়ি সীমান্ত পর্যন্ত ৬ দশমিক ৫ কিলোমিটার রেললাইন স্থাপনের কাজ শেষ করছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী বলেন, ১৭ ডিসেম্বর পণ্যবাহী ট্রেন চলাচলের মধ্য দিয়ে দুই দেশের রেল যোগাযোগের কার্যক্রম উদ্বোধনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ৫৫ বছর পর আবার এ পথে ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ শুরু হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English