বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

চীনা বিনিয়োগ আকর্ষণে মরিয়া সরকার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৫৫ জন নিউজটি পড়েছেন

কোভিড পরবর্তী পরিস্থিতিতে চীন থেকে বিদেশী বিনিয়োগ আকর্ষণে মরিয়া সরকার। এ জন্য নেয়া হচ্ছে একগুচ্ছ নীতি পরিকল্পনা। এই পরিকল্পনার অংশ হিসেবে যেসব বিনিয়োগকারী চীন থেকে তাদের শিল্পকারখানা সরিয়ে এনে বাংলাদেশে স্থাপন করবেন তাদের করসুবিধাসহ নানা ধরনের প্রণোদনা দেয়া হবে। এসব কোম্পানি ইচ্ছে করলে শতভাগ লভ্যাংশ নিজ দেশে বা অন্য কোনো দেশে নিয়ে যেতে পারবেন। এ জন্য ফরেন কারেন্সি একাউন্টের সব প্রক্রিয়া সহজ করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক যেসব সার্কুলারের মাধ্যমে বিদেশী বিনিয়োগের বিষয়গুলো নিয়ন্ত্রণ বা মনিটরিং করে থাকে সেগুলোও শিথিল করা হবে। শুধু তাই নয়, বিনিয়োগ বাড়াতে প্রবাসী বাংলাদেশীদেরও দেয়া হবে নানা সুবিধা। কোম্পানিগুলোকে দেয়া হবে কর অবকাশ সুবিধাও।

এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে একটি চিঠি গত বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। শুরু হয়েছে নতুন অর্থনৈতিক মেরুকরণ ও বিনিয়োগ বহুমুখীকরণ। কোভিড-১৯ পরিস্থিতিতে চীন থেকে অনেক বিদেশী শিল্পপ্রতিষ্ঠান তাদের বিনিয়োগ অন্যত্র সরিয়ে নিচ্ছে। এতে অন্যান্য দেশের সম্ভাবনা তৈরি হয়েছে। ইতোমধ্যে ভারত, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে আইন, বিধিবিধান, করব্যবস্থা এবং ব্যাংকিং পদ্ধতি সহজ করেছে। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দেশগুলো সংশ্লিষ্ট আইনি কাঠামো, নীতিগত সহায়তা, ব্যাংকিং নিয়ম-নীতি ও পদ্ধতিতে প্রযুক্তির ব্যবহারসহ সবকিছুতেই ব্যাপক পরিবর্তন এনেছে। বাংলাদেশও বিদেশী বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগাতে চায়। এ লক্ষ্যে বাংলাদেশ থেকে বিদেশীরা যাতে তাদের বিনিয়োগকৃত অর্থের লভ্যাংশ সহজে নিজ দেশে বা অন্য কোনো জায়গায় নিয়ে যেতে পারেন সে বিষয়ে জোর দিচ্ছে সরকার।

চিঠিতে বলা হয়েছে, চলতি মাসের ৮ তারিখে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী বিদেশী বিনিয়োগকারীরা যাতে বিনিয়োগের অর্থ/লভ্যাংশ নির্বিঘ্নে নিজ দেশে নিয়ে যেতে পারেন সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিদের্শনা দিয়েছেন। বিদেশী বিনিয়োগকারীদের পুঁজি বিনিয়োগে এবং বিনিয়োগকৃত অর্থ/লভ্যাংশ প্রত্যাবসনে সর্বোত্তম ব্যাংকিং সেবা নিশ্চিতকরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তাই এ বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দিয়েছে।

জানা গেছে, বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে অর্থ মন্ত্রণালয় প্রবাসী বাংলাদেশীদেরকেও গুরুত্ব দিচ্ছে। প্রবাসী বাংলাদেশীদের দেশের শিল্প, কৃষি এবং সেবা খাতে বিনিয়োগে আকৃষ্ট করতে পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ ব্যাংককে বলা হয়েছে। প্রবাসী বাংলাদেশীরা আমানতের সুদহার বিদেশী ব্যাংকের তুলনায় বেশি হওয়ায়, দেশীয় ব্যাংকগুলোতে বিভিন্ন স্কিমে বিনিয়োগ করেন। কিন্তু অনেকসময় সঞ্চয় স্কিমের মেয়াদান্তে অর্থ তোলা এবং বিদেশে অর্থ নিয়ে যাওয়ার সময় ব্যাংকের জটিল প্রক্রিয়ায় সম্মুখীন হন। এতে অনেক বিনিয়োগকারী বিনিয়োগে নিরুৎসাহিত হন। তাই এ বিষয়টিও আরো সহজ করা হচ্ছে। এ ছাড়া বিদেশী বিনিয়োগে যেসব বিষয় বাধা হয়ে দাঁড়ায় সেগুলো চিহ্নিত করা হচ্ছে। এসব বিষয়ে যদি আইনি কোনো জটিলতা থাকে সেগুলোও দূর করা হবে। এ জন্য বৈদেশিক মুদ্রানীতি আইন-১৯৪৭কে যুগোপযোগী করা হচ্ছে। আইনটিতে বিনিয়োগবাধা দূর করতে বেশ কিছু সংশোধনী আনা হচ্ছে। সংশোধনের বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

বর্তমানে বৈদেশিক মুদ্রানীতি আইন-১৯৪৭ অনুযায়ী বাংলাদেশ থেকে বিদেশে বিনিয়োগ করা কার্যত নিষিদ্ধ। তবে কোনো ব্যবসায়ী বিশেষ প্রয়োজনে বিদেশে বিনিয়োগ করতে চাইলে তাকে বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে হয়। বাংলাদেশ ব্যাংক ওই আবেদন অনুমোদন করলে তখন বিনিয়োগ করা যায়। গত কয়েক বছরে নানা প্রেক্ষাপট বিবেচনায় বেশ কিছু প্রতিষ্ঠানকে এভাবে বিভিন্ন দেশে অল্প পরিমাণ অর্থ বিনিয়োগের সুযোগ দেয়া হয়েছে। খসড়া আইনে এসব বিষয়ে সংশোধন আনা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিদেশী বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির পূর্বশর্ত হিসেবে বিনিয়োগকৃত অর্থ বা লভ্যাংশ যাতে বিনিয়োগকারী নিজ দেশ বা অন্যত্র স্থানান্তর করতে পারেন সে জন্য এ সংক্রান্ত সব ব্যাংকিং কার্যক্রম ও নীতিমালা পরিবর্তন বা প্রতিবন্ধকতা দূর করার আশু ব্যবস্থা নেয়ার প্রয়োজন।

এ দিকে, বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে প্রস্তাবিত বাজেটে সরকার পুঁজিবাজারে অতালিকাভুক্ত প্রতিষ্ঠানের করপোরেট কর ৩৫ শতাংশ থেকে ৩২ দশমিক ৫ শতাংশ করেছে। ভবিষ্যতে আরো সুবিধা দেয়া হবে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English