দ্বিতীয় দফায় চীন সরকারের দেওয়া উপহারের ছয় লাখ ডোজ করোনাভাইরাসের টিকা ঢাকায় পৌঁছেছে। আজ রোববার বিকেল সাড়ে ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি বিমান পৌঁছেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নুর ইসলাম বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিনোফার্মের ছয় লাখ করোনা ভ্যাকসিন আনতে গতকাল শনিবার রাতে চীনের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিমান। বাংলাদেশকে চীনের উপহার হিসেবে দেওয়া করোনা ভ্যাকসিনের এটি দ্বিতীয় চালান।
এর আগে ১২ মে চীন সরকারের পক্ষ থেকে পাঁচ লাখ সিনোফার্মের ভ্যাকসিন বাংলাদেশ পৌঁছে। চারটি মেডিকেল কলেজের চারশর মতো শিক্ষার্থী এই টিকা গ্রহণ করে।
গত বছর করোনা সংক্রমণের পর থেকে চীন-বাংলাদেশ উভয়েই একে অপরকে এই মহামারি মোকাবিলায় সহায়তা করে যাচ্ছে।
চীন কোভ্যাক্সের অধীনে ৮০টি উন্নয়নশীল দেশে জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিন সহায়তা দিয়েছে। মানবজীবন রক্ষা এবং মহামারি পরিস্থিতি মোকাবিলায় চীন বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করে যাবে বলে জানিয়েছে।