বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

চীনে ৫ বছরের শিশুর পেট ১৯০টি চৌম্বকীয় বল!

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

চীনের এক চাঞ্চল্যকর ঘটনা নিয়ে হইচই শুরু হয়ে গেছে গোটা নেট দুনিয়ায়।

গত রোববার একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, চীনের পাঁচ বছরের এক কিশোরী খেলতে খেলতে চুম্বকের বল গিলে ফেলেছিল। এই বলের সংখ্যা একটি বা দুটি নয়, ছিল ১৯০টি। এগুলোর আকার এককেটি মোটামুটি মুক্তোর সাইজের।

বেশকিছু দিন ধরে ওই কিশোরী অসুস্থ বোধ করায় তাকে জিংয়াং এর একটি শিশু হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে আসেন তার মা। এরপর ওই হাসপাতালের চিকিৎসকেরা বাচ্চাটির পেটের এক্স-রে করার পরামর্শ দেন। এক্স-রে রিপোর্ট দেখার পরই চক্ষু চড়কগাছ হয়ে যায় ডাক্তারদের।

এই বিষয়ে ওই হাসপাতালের ডাক্তাররা জানান, এক্স-রে রিপোর্টে বাচ্চাটির পেটের ভিতরে থাকা চৌম্বকীয় পুঁতির ছবি ধরা পড়ে। এরপরই চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন, দ্রুত বাচ্চাটির পেট অপারেশন করা হবে। সেইমতো একঘণ্টার সফল অস্ত্রোপচারের পর তার পেট থেকে বের করা হয় ১৯০টি চৌম্বকীয় পুঁতি।

যদিও এতদিন ধরে পেটের ভিতর পুঁতি গুলি থাকায় তার বড়ও কোনও সমস্যা হয়নি বলেই জানিয়েছে শিশুটি। আপাতত সে সুস্থ আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English