শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

চুলের সৌন্দর্য ঠিক রাখতে নতুন বালিশ আবিষ্কার মিমির!

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৪৬ জন নিউজটি পড়েছেন
চুলের সৌন্দর্য ঠিক রাখতে নতুন বালিশ আবিষ্কার মিমির!

নায়িকাদের সাজগোজ করে থাকাটাই যেন সহজাত ব্যাপার। তাদের চুলের স্টাইল কেমন হবে, কোন গহনায় সুন্দর লাগবে, কোন শাড়ি পড়লে দারুণ মানাবে, এগুলো নিয়ে যেন তাদের ভাবনার শেষ নেই।

করোনা মহামারিতে জীবনধারায় নতুন ভাবনা নিয়ে আসছেন কলকাতার জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। এবার চুলের স্টাইল ঠিক রাখতে বালিশের খোঁজ করছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে এমনটাই জানালেন তিনি।

সম্প্রতি নিজের চুল নিয়ে পরীক্ষানিরীক্ষা করার পর নতুন বালিশের সন্ধান পেয়েছেন এ নায়িকা। সামনের দিকে চুল ছোট ছোট করে কেটে নিয়েছেন তিনি। চুল কাটার এই পদ্ধতিকে বলা হয় ব্যাংস কাট।

বিশ্বজুড়ে অনেক আন্তর্জাতিক তারকারা চুলের এই সাজ পছন্দ করেন। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া থেকে হলিউডের ডাকোটা জনসন, পপস্টার সেলেনা গোমেজ সহ অনেককেই এ সাজে দেখা গেছে।

মিমির পোস্ট করা হেলান দেওয়া বালিশের ছবিটি মূলত তার পোষা কুকুর। তিনি তার আদরের পোষ্য ম্যাক্সের পেটকে নরম তুলতুলে বালিশ বানিয়ে শুয়ে আছেন। আর তার পোষা কুকুর ম্যাক্স নিশ্চিন্তে ঘুমাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English