শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

চোখের নিচে কালো দাগ দূর করতে নারকেল তেল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, ঘুমের অভাব, অতিরিক্ত ফোন, টিভি ও কম্পিউটারের ব্যবহার, কাজের চাপ, মানসিক চাপ, দূষণ, হরমোনজনিত সমস্যা, অতিরিক্ত ধূমপান ও অ্যালকোহল সেবন সবকিছুর কারণে চোখের নিচে কালি পড়া বা ডার্ক সার্কেল নতুন কিছু নয়। প্রায় প্রত্যেকের চোখের নিচে কালি দেখা যায়। ডার্ক সার্কেল থেকে বাঁচতে অনেকেই নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু তারপরেও কোনও ফল পাওয়া যায় না। তাই, এক্ষেত্রে প্রাকৃতিক উপাদানের সাহায্য নিতে পারেন, বিশেষ করে নারকেল তেল ডার্ক সার্কেলসহ ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে ।

নারকেল তেল ত্বকের গভীরে প্রবেশ করে এবং ত্বককে হাইড্রেট রাখে। এছাড়াও, এতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ত্বকের যেকোনও সমস্যা দূর করে। রূপ বিশেষজ্ঞরা বলছেন, চোখের নিচের অংশে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করলে কেবলমাত্র যে ডার্ক সার্কেলই দূর করে তাই নয়, পাশাপাশি এটি চোখের নিচে ফোলাভাবও কমায়।

নারকেল তেল ব্যবহারের পদ্ধতি –

১. প্রথমে ভালো করে মুখ ধুয়ে শুকিয়ে নিন।

২. এরপর আঙুলে করে অল্প নারকেল তেল নিন।

৩. ঘুমাতে যাওয়ার আগে প্রায় পাঁচ মিনিট ধরে বৃত্তাকার গতিতে চোখের নিচে নারকেল তেল আলতোভাবে ম্যাসাজ করুন।

৪. সারারাত রেখে দিন। সকালে ধুয়ে ফেলুন।

নিয়মিত এ পদ্ধতি অনুসরণ করলে ভালো ফল পাওয়া যাবে।

এছাড়াও অন্যান্য উপাদান মিশিয়ে নারকেল তেল ব্যবহার করা যায়। যেমন-

নারকেল তেল ও আমন্ড অয়েল: নারকেল তেল এবং আমন্ড অয়েল একসাথে ত্বককে হাইড্রেটেড করে, নরম রাখে এবং ডার্ক সার্কেল দূর করে। এজন্য ১ চা চামচ নারকেল তেল, ১ চা চামচ আমন্ড অয়েল একটি বাটিতে একসাথে মেশান। ঘুমাতে যাওয়ার আগে চোখের নিচে এট মিশ্রণটি লাগান। সারারাত রেখে দিন। সকালে ধুয়ে ফেলুন। ভাল ফলাফলের জন্য এই প্রতিকারটি সপ্তাহে একবার ব্যবহার করুন।

নারকেল তেল ও হলুদ : নারকেল তেল ও হলুদ ত্বককে প্রশমিত করে এবং ত্বককে উজ্জ্বল রাখে। নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ রাখে। এই মিশ্রণটি ডার্ক সার্কেল দূর করতেও সহায়তা করে। এজন্য ১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে এক চিমটি হলুদ নিয়ে একটি পাত্রে একসাথে মিশিয়ে নিন। মিশ্রণটি চোখের নিচে লাগান। ১৫ মিনিট রেখে দিন। একটি সুতির প্যাড ব্যবহার করে এটি মুছুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্রতিকারটি সপ্তাহে একবার করুন। ভালো ফল পাবেন।

নারকেল তেল, আলু এবং শসা : নারকেল তেল, আলু এবং শসা আলুতে থাকা ব্লিচিং বৈশিষ্ট্য ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। এজন্য আলু এবং শসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করুন। একসঙ্গে ব্লেন্ড করে নিন। এই পেস্টটি চোখের নিচে দিয়ে আলতোভাবে কয়েক মিনিট বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন। ১৫-২০ মিনিট রেখে দিন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। এবার চোখের নিচে নারকেল তেল লাগান। সারারাত রেখে দিন। সকালে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English