বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: গ্রুপ পর্বেই প্রিয় শিষ্য মেসির মুখোমুখি গার্দিওলা

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৭২ জন নিউজটি পড়েছেন
চ্যাম্পিয়ন্স লিগ ড্র: গ্রুপ পর্বেই প্রিয় শিষ্য মেসির মুখোমুখি গার্দিওলা

প্রতিবারের মতো এবারও ঘটা করে অনুষ্ঠানের মাধ্যমে নির্ধারিত হল চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ নির্ণয় পর্ব। ৩২ টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়। এবারও গ্রুপ স্টেজে কিছু মেগা তারকা ও বড় বড় দল একে অপরের মুখোমুখি হতে চলেছে।

এ বছর দল পরিবর্তনের সময় ম্যাঞ্চেস্টার সিটিতে লিওনেল মেসির যোগদান নিয়ে জোর কানাঘুষো শোনা যাচ্ছিল। তা বাস্তবায়িত না হলেও এতিহাদ স্টেডিয়ামে দেখা মিলতে চলেছে মেসির। গ্রুপ পর্যায়েই প্রিয় শিষ্য লিওনেল মেসির প্যারিস সাঁ-জাঁর মুখোমুখি হবেন সিটি ম্যানেজার পেপ গার্দিওলা।

অপরদিকে, দুই মরশুম আগে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের মেসির পুরনো দল বার্সেলোনাকে পর্যদুস্ত করার দুঃস্বপ্ন এখনও সম্পূর্ণ ভুলতে পারেননি কাতালান ক্লাবের সমর্থকরা। এবারের গ্রুপ পর্যায়েই ফের মুখোমুখি হতে দেখা যাবে এই বিখ্যাত দুই দলকে।

এক নজরে দেখে নিন আসন্ন মরশুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপগুলি:-

গ্রুপ এ-
ম্যাঞ্চেস্টার সিটি, প্যারিস সাঁ-জাঁ, লাইপজিং, ক্লাব ব্রুজ

গ্রুপ বি-
অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো, এসি মিলান

গ্রুপ সি-
স্পোর্টিং ক্লাব দে পর্তুগাল, বরুসিয়া ডর্টমুন্ড, আয়াক্স, বেসিক্তাস

গ্রুপ ডি-
ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার ডোনিয়েস্ক, শেরিফ

গ্রুপ ই-
বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা, ডিনামো কিয়েভ

গ্রুপ এফ-
ভিলারিয়াল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, আটালান্টা, ইয়ং বয়েজ

গ্রুপ জি-
লিল, সেভিয়া, সলজবুর্গ, উল্ফসবার্গ

গ্রুপ এইচ-
চেলসি, জুভেন্তাস, জেনিট সেন্ট-পিটার্সবার্গ, মালমো

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English