বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২০ অপরাহ্ন

ছাত্র অধিকার পরিষদের ২৪ জনের মুক্তির দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৩৯ জন নিউজটি পড়েছেন

ছাত্র অধিকার পরিষদের ২৪ শিক্ষার্থীর মুক্তি দাবি করেছেন বিদেশে অবস্থানরত বাংলাদেশী শিক্ষার্থী ও গবেষকরা। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি জানান তারা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২৬ শিক্ষার্থী ও গবেষক এতে স্বাক্ষর করেন।

শুক্রবার (১৪ অক্টোবর) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত।

বিবৃতিতে বলা হয়েছে, আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে আখতার, আকরামসহ ২৪ শিক্ষার্থীর ওপর হামলা ও তাদের জেলে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের রাজনৈতিক ভিন্নমতের অধিকার প্রয়োগ করায় শাস্তি দেওয়া ক্ষমতার এক ধরনের অপব্যবহার।

এতে বলা হয়, এ হামলার ঘটনায় পুলিশ ও বিচার বিভাগের ভূমিকা দেখে আমরা হতবাক। শিক্ষার্থীদের নিরাপত্তা ও হামলাকারীদের থামানোর পরিবর্তে পুলিশ আহত ২৪ শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল থেকে আটক করেছে। অপরদিকে, মহানগর হাকিম আদালতে গুরুতর আহত শিক্ষার্থীদের জামিন নামঞ্জুর করেছেন। কারাবন্দী শিক্ষার্থীরা জামিন না পাওয়ায় অনেকে তাদের ফাইনাল ও মিডটার্ম পরীক্ষায়ও উপস্থিত হতে পারেনি, যা শিক্ষার্থীদের একাডেমিক অধিকারের লঙ্ঘন।

আটক শিক্ষার্থীদের বড় অংশ শ্রমজীবী পরিবার ও গ্রামের। তাদের অভিভাবকদের সঙ্গে সাক্ষাতের কোনো ব্যবস্থাও করা হয়নি। নিজেদের সন্তানদের অপেক্ষায় এসব অভিভাবক ও পরিবারের সদস্যরা চরম উদ্বিগ্ন।

গ্রেপ্তারের নিন্দা ও মুক্তি দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, এই শিক্ষার্থীদের গ্রেপ্তারের নিন্দা জানাই। তাদের অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েও নিপীড়নের শিকার হয়েছেন। অবিলম্বে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপর নিপীড়নের এসব নিত্যনতুন কৌশল বন্ধ করার আহ্বান জানাই। একই সঙ্গে কারাগারে বন্দী এসব শিক্ষার্থীদের দ্রুত মুক্তির জন্য রাষ্ট্রের কাছে জোর দাবি জানাই।

বিবৃতিতে যারা স্বাক্ষর করেছেন

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নওশীন শর্মিলা রিতু, পারডু বিশ্ববিদ্যালয়ের শহীদুল ইসলাম, বোস্টন বিশ্ববিদ্যালযয়ের কাজী মুকিতুল ইসলাম, ডয়েচে ভেলে একাডেমির মারুফ মল্লিক, ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের মীর সাব্বির হাসান, ইলিনয় আরবানা-শ্যামপেনের রাহনুমা সিদ্দিকা, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মিজান রহমান, মুহাম্মদ আবদুর রাকিব, মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের শিব্বির আহমেদ, মেমফিস বিশ্ববিদ্যালয়ের সহিদুল ইসলাম, ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের লোকমান বিন নুর, তালহা জোয়ারদার ওয়েইন স্টেট বিশ্ববিদ্যালয়ের মো. খাদিমুল ইসলাম, জুনাইদ আল মামুন, ইফাত বিনতে ফজল, শেলিয়া রহমান তুলি ও সাজ্জাদ আহমেদ।

এছাড়াও স্বাক্ষর করেছেন বার্গেন বিশ্ববিদ্যালয়ের মো. তালহা, সেলজুক বিশ্ববিদ্যালয়ের আহমেদ জোবায়ের, লন্ডন স্কুল অব ইকোনমিক্সের আননাজমুস সাকিব, সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের আরিফ রব্বানী, কলোরাডো স্টেট বিশ্ববিদ্যালয়ের আবু তায়েব আহমেদ, কানসাস বিশ্ববিদ্যালয়ের রাহুল আনজুম, মিসৌরি বিশ্ববিদ্যালয়ের বোরহান উদ্দিন, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ার হাসান মাহমুদ ও ডিজিটাল বিলডাং ব্রুকেনের গবেষক জিয়া হাসান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English