শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

ছেলে ও বোনকে সঙ্গে নেওয়ার অনুমতি পেলেন সানিয়া

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৬২ জন নিউজটি পড়েছেন
ছেলে ও বোনকে সঙ্গে নেওয়ার অনুমতি পেলেন সানিয়া

ইংল্যান্ডে টেনিস প্রতিযোগিতায় অংশ নিতে নিজেকে প্রস্তুত করেছেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা।

আর মাত্র দুদিন পরেই ইংল্যান্ডের সবুজ ঘাসে নামার কথা তার। অথচ ভিসা জটিলতায় পড়ে এখনও ভারতেই অবস্থান করছেন ডাবলসে ছয়বারের গ্র্যান্ডস্লাম বিজয়ী তারকা।

নিজের ভিসা নিয়ে নয়, দুই বছরের কোলের শিশুর ভিসা নিয়ে বাঁধ সেধেছিল তার ইংল্যান্ড যাওয়া। এতটুকুন ছেলেকে দেশে ফেলেও রেখে যাওয়া সম্ভব নয় মায়ের পক্ষে। আবার সেখানে নিলেও তার দেখভালের জন্য লোকের প্রয়োজন।

তাই ছেলে ও তাকে দেখভালের জন্য নিজের বোনকে সঙ্গে নিয়ে যেতে চাইছিলেন সানিয়া। ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়ে সেই আবেদন জমাও দিয়েছিলেন।

তবে করোনাবিধির জটিলতায় সানিয়ার সেই আবেদনে এতদিন সাড়া দেয়নি ইংল্যান্ড সরকার।

অবশেষে সাড়া মিলল। ভারতের সংবাদমাধ্যম নিউজ এইট্টিন জানিয়েছে, সানিয়ার ছেলের ভিসা জটিলতা কেটেছে। ছেলেকে দেখভালের জন্য বাড়তি একজনকে নেওয়ার অনুমতি দিয়েছে ইংল্যান্ড সরকার।

অর্থাৎ শিগগিরই ছেলে ইজহান মির্জা মালিককে ইংল্যান্ডে নিয়ে যাবেন সানিয়া। সঙ্গে বোন আনামও যাচ্ছেন।

মা যখন টেনিস কোর্ট দাপিয়ে বেড়াবেন, তখন খালা আনামের কোলে নিরাপদ থাকবে ইহজান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English