টানা ছয় বছর ধরে লিগে জয় দিয়ে বছর শেষ করে আসছে লিভারপুল। কিন্তু এবার ঘটল তার ব্যতিক্রম। জয় ছাড়াই ২০২০ সাল শেষ করল তারা। বুধবার রাতে নিউক্যাসলের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইয়ুর্গেন ক্লপের দল। এ ড্রয়ের পরও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে অল রেড বাহিনী।
নিউক্যাসলের মাঠে স্বাগতিকরাই প্রথম বলার মত সুযোগ পায় ১৩ মিনিটের মাথায় নিউক্যাসলের উইলসন শট নেন লিভারপুলের পোস্ট বরাবর। সেই শট ফিরিয়ে দেন ডিফেন্ডার ফ্যাবিনহো। প্রথমার্ধে এটাই ছিল ম্যাচের একমাত্র রুদ্ধশ্বাস মুহূর্ত। বিরতি থেকে ফিরে লিভারপুলের সাদিও মানের হেড যায় লক্ষ্যের একটু উপর দিয়ে। শেষ দিকেও দুদল আরও বেশ কয়েকবার আক্রমণে যায়। কিন্তু কেউই গোল করে উঠতে পারেনি।
এ ড্রয়ের ফলে ১৬ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে লিভারপুল। এক ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে রয়েছে এক পয়েন্ট পাওয়া নিউক্যাসল। দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৫ ম্যাচে ৯ জয়, ৩ হার ও ৩ ড্রয়ে ৩০ পয়েন্ট তাদের।