রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যার মামলা বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে চলে যাচ্ছে।
এজন্য ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ মামলাটির নথিপত্র সোমবার মুখ্য মহানগর হাকিমের কাছে পাঠিয়ে দেন। নিয়ম অনুযায়ী এখন মুখ্য মহানগর হাকিম পরবর্তী বিচার কাজের জন্য মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেবেন।
তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যার মামলায় ১৫ জনকে দায়ী করে দেওয়া অভিযোগপত্র ২ ডিসেম্বর আদালত গ্রহণ করেন।
২০১৯ সালের ২০ জুলাই রাজধানীর বাড্ডার একটি স্কুলে সন্তানদের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মারা যান রেনু। এ ঘটনায় অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু।