গণমানুষের আস্থার দল হিসেবে অভিহিত করে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি.এম.কাদের।
শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উত্তরাস্থ বাসভবনে পার্টির কুমিল্লা উত্তর-এর নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময়কালে তিনি এই আহবান জানান।
জি.এম.কাদের বলেন, সাফল্যের সাথে দেশ পরিচালনায় অভিজ্ঞ জাতীয় পার্টির ওপর গণমানুষের আস্থা আছে। তাই দলকে আরো শক্তিশালী করতে সবাইকে কাজ করতে হবে।
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অতিরিক্ত মহাসচিব এ্যাভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।