ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন নিতে আসা এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে ওই ব্যবসায়ীর সঙ্গে থাকা স্বজন, আইনজীবীর সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে।
সূত্র জানায়, গার্মেন্ট ব্যবসায়ী সৈয়দ জহিরুল ইসলাম অমিত গত মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন নিতে আসেন। ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম উদ্দিনের আদালত থেকে জামিন নিয়ে বের হওয়ার পর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সাত তলাতে ২০-২৫ জন অজ্ঞাত দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তাকে কিলঘুষি মারতে থাকে। একপর্যায়ে তাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে।
পরে অমিতের সঙ্গে থাকা তার ভাই সৈয়দ শরীফুল ইসলাম অনুপম ওই ভবনে থাকা আইনজীবী ও পুলিশ সদস্যদের সহায়তা কামনা করেন। উপস্থিত পুলিশের সদস্যরা তাকে দুর্বৃত্তদের হাত থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করলেও হামলাকারীরা পুনরায় আক্রমণের জন্য আদালত ভবনের নিচে অপেক্ষা করতে থাকে। পরে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মোহাম্মদ নাজমুল হক ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ী অমিতকে নিরাপদে বাসায় ফেরার ব্যবস্থা করে দেন।
এদিকে এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে ইন্সপেক্টর নাজমুল হক বলেন, আমারা তাদের অভিযোগটি লিখিত আকারে গ্রহণ করেছি, প্রাথমিক অনুসন্ধানের পর এটিকে মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। অন্যদিকে আদালত ভবনের ভেতরে একজন জামিন প্রার্থীর ওপর হামলা ও তাকে অপহরণের চেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবীরা। অপহরণকারীদের চিহ্নিত করে তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।