এক. আপনি যা যা করছেন সব; আপনার ব্যথা, আপনার সংগ্রাম সবসময় শক্তি হতে হবে। হ্যাঁ, সন্দেহাতীতভাবে। এগুলো এলোমেলো ঘটনা নয়, সর্বশক্তিমান সাবধানতার সাথে এসব পরিকল্পনা করেছেন। তিনি সেরা পরিকল্পনাকারী। এসবের একটি উদ্দেশ্য আছে। এসব আপনাকে উত্তোলন করবে, আপনাকে শক্তিশালী করবে এবং আপনাকে বিন্যাস করবে। এসবকে গ্রহণ করে নিন।
দুই. যদি আপনার হৃদয় সঠিক জায়গায় না থাকে তবে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। আপনি যা কিছু করেন তাতে আপনার নিয়তটিকে শুদ্ধ রাখুন। সোশ্যাল মিডিয়ার এই যুগে গ্রহণযোগ্যতা ও অনুমোদনের বাড়তি প্রয়োজন অনুভব এবং তাতে সাফল্য পাওয়া সহজ। সর্বদা আপনার অন্তরকে পরীক্ষা করুন এবং এর সুরক্ষার চেষ্টা নিন।
তিন. অহঙ্কার ও ঔদ্ধত্য অনেকের হৃদয়ে পাওয়া যায়, তবে এগুলো এমন বৈশিষ্ট্য যা থেকে সর্বশক্তিমান আমাদেরকে দূরে থাকতে সতর্ক করেছেন। অহঙ্কার হলো সুবিবেচনাপ্রসূত জ্ঞানÑ এমন ধারণা করে প্রতারিত হবেন না। দুটির মধ্যে ব্যবধান অনেক! মনে রাখবেন, এটি শুধু আপনার বিষয় নয়। এর পাশাপাশি আপনার চারপাশে যারা আছেন তাদের বিষয়ও বিবেচনা করুন!