শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ঝড়ো হাওয়ায় ট্রলার ডুবি পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৩৪ জন নিউজটি পড়েছেন

প্রবল দমকা ও ঝড়ো হাওয়ায় পদ্মায় সৃষ্ট ঢেউয়ের আঘাতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে বুধবার মালবাহী ট্রলার ডুবির ঘটনায় ৩জন আহত মাঝি-মাল্লা উদ্ধার হলেও ইঞ্জিনচালিত ট্রলারের সন্ধান মেলেনি। এ কারণে সকাল ৯টা থেকে সন্ধায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকলেও সর্তকতায় ফেরি চলে।

বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুর ইসলাম জানান, প্রবল বাতাসে নদী উত্তাল হওয়ায় আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। এদিকে, এসকল রুটে ফেরি-লঞ্চ চলাচল ব্যাহত হওয়ায় যাত্রী দুর্ভোগ পোহায়।

এদিকে, নদী উত্তাল থাকার কারনে আরিচা-কাজিরহাট রুটে স্পীডবোট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

দমকল বাহিনীর উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, উত্তাল পদ্মায় ট্রলার ডুবিতে সকলকে উদ্ধার করা হলেও প্রবল স্রোতর কারণে ট্রলার উদ্ধার সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English