নিউজিল্যান্ড-বাংলাদেশ, ৩১-০। নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাট মিলে দুই দলের লড়াইয়ের স্কোর লাইন এটি। নিউ জিল্যান্ডকে তাদের দেশে হারাতে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচে কি ধরা দেবে সেই বহু কাঙ্ক্ষিত জয়, নাকি হারের ধারা দীর্ঘায়িত হবে টানা ৩২ আন্তর্জাতিক ম্যাচে?
আজ অকল্যান্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ইডেন পার্কে আজ বাংলাদেশ সময় বেলা ১২টায় ম্যাচ শুরু হবে। এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এবারের নিউজিল্যান্ড সফর। আগামী ৪ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের।
সফরে টানা হারের পর একমাত্র সান্ত্বনার জয় খোঁজা, নিউজিল্যান্ডে জয়ের স্বাদ পাওয়ার আপাতত শেষ সুযোগ আজ বাংলাদেশের সামনে। তবে ইডেন পার্কে আজ সেই মঞ্চ ভাসিয়ে নিতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের সময় বৃষ্টি হবে। বাংলাদেশের বাঁহাতি ওপেনার সৌম্য সরকার বলেছেন, নিউজিল্যান্ডের মাটিতে ম্যাচ জেতা অবশ্যই সম্ভব। তবে এজন্য ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগে সমানভাবে জ্বলে উঠতে হবে।
গতকাল অকল্যান্ডে পৌঁছানোর পর সৌম্য বলেছেন, ‘এখানে জেতা সম্ভব। কিন্তু আমরা যেভাবে খেলছি, একদিন বোলাররা ভালো করছি, একদিন ব্যাটসম্যানরা। তিন বিভাগেই যদি ভালো করতে পারতাম তাহলে সহজ হতো, জয় সম্ভব হতো। আর একটা ম্যাচই বাকি আছে। যদি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে পারি তাহলে জেতা সম্ভব। গত ম্যাচে ফিল্ডিং অনেক ভালো ছিল। একটা দুইটা ছোট ছোট ভুল হচ্ছে। এই ভুলগুলো না করি যদি, নিজেদের পক্ষে কাজে লাগাতে পারি, তাহলে আমার মনে হয় কালকের (আজ) ম্যাচ জিততে পারব।’