রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

টাইগারদের দেয়াল কর্নওয়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮ জন নিউজটি পড়েছেন

টেস্ট অধিনায়ক মুমিনুল মঙ্গলবার জানিয়েছেন, প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি দল। ডানহাতি স্পিনারকে খেলতে আত্মবিশ্বাসী দল, ‘তাকে ঘিরে আমরা প্রস্তুতি নিয়েছি। আশা করছি ভালোভাবে তাকে খেলতে পারবো।’

কর্নওয়ালের উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি। ওজন ১৪০ কেজি হওয়াতে ফিটনেস নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তবে স্পিন বোলিংয়ে দারুণ পারদর্শী কর্নওয়াল। অফস্পিনার উচ্চতার কারণে বাড়তি বাউন্স পান। যা যে কোনও ব্যাটসম্যানের জন্য বিপজ্জনক। বিসিবি একাদশের বিপক্ষে এমএ আজিজের মরা উইকেটেও টার্ন পেয়েছেন। ধরে রেখেছিলেন নিখুঁত লাইন ও লেন্থ। তাতে এলোমেলো নাঈম, ইয়াসির, আকবর, জয়রা। প্রত্যেকেই সাজঘরে ফিরেছেন কর্নওয়ালের ঘূর্ণিতে।

২০১৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক কর্নওয়ালের। তখন তার ওজন ছিল প্রায় ১৬০ কেজির বেশি। তার প্রথম দল ছিল লিওয়ার্ড আইল্যান্ডস। ৬৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। বল হাতে উইকেট পেয়েছেন ৩১০টি।

কর্নওয়াল কি এবার রশিদ খানের ভূমিকায়? উত্তরটা জানা যাবে বুধবার থেকে শুরু হতে যাওয়া টেস্টে। তবে প্রস্তুতি কি যথেষ্ট হয়েছে বাংলাদেশের? ২০১৯ সালে ইন্দোর ও ইডেনে দীর্ঘদেহী পেসার ইশান্ত শর্মাকে সামলানোর আগে টুলের ওপর দাঁড়িয়ে থ্রো ডাউন খেলেছিলেন মুশফিক, মুমিনুল, মিথুনরা। কিন্তু এবার তেমন কোনও অনুশীলন দেখা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English