রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

টাঙ্গাইলে বন্যার্তদের মাঝে র‌্যাবের ত্রাণসামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বন্যাকবলিত গাবসারা ইউনিয়নে দুই শতাধিক বানভাসি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। বুধবার সকালে র‌্যাব-১২ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম পিএসসি ওই ত্রাণ বিতরণ তদারকি করেন।

ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর গ্রামের বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও শিশুখাদ্য বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আটা, লবণ, তেল, চিনি, গুঁড়া দুধ, দিয়াশলাই ইত্যাদি।

এ সময় র‌্যাব-১২ এর সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলীসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English