শোবিজের সবচেয়ে বড় প্লাটফর্ম সিনেমায় কাজ করা হয়েছে আগেই। এবার প্রিয়মনিকে দেখা যাবে বিজ্ঞাপনে। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে। এখন প্রচারের অপেক্ষা। প্রিয়মনি বলেন, প্রথমবারের মতো বিজ্ঞাপনে কাজ করা হলো। বাসেদ বাবুর নির্দেশনায় গত ২৪ জুন সনি রেংস ফ্রিজের বিজ্ঞাপন করেছি। সিনেমার চেয়ে এখানকার অভিজ্ঞতা সম্পন্ন আলাদা। সিনেমায় কোনো চরিত্রে অভিনয় করতে গেলে আগে থেকে স্ক্রিপ্ট পাঠানো হয়। সে অনুযায়ী রিহার্সাল করা হয় যেন চরিত্রের ভেতর থাকা যায়। আর বিজ্ঞাপনে আমার চরিত্রের চেয়ে পণ্যকে গুরুত্ব দেয়া হয় বেশি। অর্থাৎ ক্রেতারা যেভাবে পণ্যের প্রতি আকৃষ্ট হবে সেটাই এখানে মূল বিবেচ্য বিষয়।
প্রিয়মনি বলেন, বিজ্ঞাপনের শুটিয়ের আগের দিন রাতে আমি জেনেছি কি কাজ করতে হবে। সকালে যখন শুটিং স্পটে এসেছি তখন তারা আমাকে বলে দিয়েছেন কি করতে হবে অনুযায়ী আমি কাজ করেছি। সব কিছু মিলিয়ে বিজ্ঞাপন থেকে ভিন্ন এক অভিজ্ঞতা হলো আমার। বিজ্ঞাপনটি টিভিতে প্রচারের পাশাপাশি বিলবোর্ড এবং সনি রেংস এর বিভিন্ন আউটলুটে স্থির চিত্র হিসেবে থাকবে। যেখানে বিভিন্ন অফার সম্পর্কে ক্রেতাদের ধারণা দেয়া হবে।
প্রিয়মনির শোবিজের প্রতি আগ্রহ ছোট বেলা থেকেই। সেই সূত্রেই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-তে নাম নিবন্ধ করেছিলেন। পরবর্তীতে সেরা দশে স্থান পেয়ে নিজের যোগ্যতার প্রমান দিয়েছিলেন। এরপর নজরকাড়া গ্ল্যামারের সুবাদে ডাক পান চলচ্চিত্রে।
প্রথম সিনেমা রাজু আলীম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ‘ভালোবাসার প্রজাপতি’। এতে প্রিয়মনির সহশিল্পী চিত্রনায়ক শিপন মিত্র। সিনেমাটির কিছু দৃশ্যের কাজ এখনো বাকি আছে। তবে মুক্তির দিক থেকে প্রিয়মনির দ্বিতীয় সিনেমা ‘কসাই’ প্রথম সিনেমা। গেল রোজা ঈদে সিনেমাটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে। অনন্য মামুন পরিচালিত এ সিনেমা দিয়েই ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হয়েছেন প্রিয়মনির।