মাইক্রোব্লগিং সাইট টুইটার সম্প্রতি কয়েকটি নতুন কনসেপ্ট ফিচার দেখিয়েছে। এর মধ্যে প্রথমটি সুনির্দিষ্ট মানুষের সঙ্গে টুইট শেয়ার করার। এটি অনেকটা ইনস্টাগ্রামের ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারের মতো। এ প্রক্রিয়ায় চাইলেই ব্যবহারকারী ‘বিশ্বস্ত বন্ধু’ নির্বাচন করে রাখতে পারবেন, এরপর শুধু তাদের উদ্দেশে টুইট করতে পারবেন। টুইটারের ডিজাইনার অ্যান্ড্র– কোর্টার বলছেন, ব্যবহারকারীদের হয়তো ‘ট্রাস্টেড ফ্রেন্ডস’ বা ‘বিশ্বস্ত বন্ধুদের’ টুইট টাইমলাইনে আগে দেখতে দেবে টুইটার।
দ্বিতীয় কনসেপ্ট ফিচারে রয়েছে একই ব্যক্তি একাধিক পরিচয়ে টুইটার ব্যবহার করতে পারবেন। একজন হয়তো কর্মক্ষেত্রের জন্য এক টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন পেশাদার বিষয়ে টুইট করেন। আবার ব্যক্তিগত কাজের জন্য আরেকটি অ্যাকাউন্ট ব্যবহার করেন। নতুন কনসেপ্ট ফিচারে আর পৃথক অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে না। একটি অ্যাকাউন্ট থেকেই দুই কাজ করা যাবে। অনুসারীরাও বেছে নিতে পারবেন কোনো পরিচয়কে অনুসরণ করবেন তারা। ওই হিসাবেই অনুসারীদের টুইট দেখাবে টুইটার।
রিপ্লাই ফিল্টার করারও নতুন কনসেপ্ট দেখিয়েছেন কোর্টার। ওই ফিচারে ব্যবহারকারীরা দেখতে পছন্দ করেন না এমন শব্দগুলো নির্বাচন করে রাখতে পারবেন। এতে করে ওই শব্দ ব্যবহার করে অন্যরা রিপ্লাই পোস্ট করতে পারবেন না। ব্যবহারকারীদের জানিয়ে দেওয়া হবে নতুন শব্দ ব্যবহার করে রিপ্লাই করার ব্যাপারে। প্রত্যেকটি ফিচারই এখনো ধারণা পর্যায়ে রয়েছে।