সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

টুইটারে সবাইকে ‘আনফলো’ করে দিলেন ইমরান খান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৫৬ জন নিউজটি পড়েছেন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইটারে যাঁদের অনুসরণ (ফলো) করতেন, তাঁদের সবাইকে এখন বাদ (আনফলো) দিয়ে দিয়েছেন।

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে ইমরান খানের পছন্দের বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এর আগে ইমরান খান তাঁর সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ, সাংবাদিক হামিদ মিরের মতো ১৯টি অ্যাকাউন্ট ফলো করতেন।

পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সবাইকে আনফলো করে দেন ইমরান। এর আগে তিনি শুধু সাংবাদিক হামিদ মিরকে আনফলো করেন। হামিদ মির সরকারের নানা বিষয়ে সমালোচনা করায় ইমরান খান তাঁকে আনফলো করে দেন।

এর আগে ইমরান খান যেসব অ্যাকাউন্ট ফলো করছিলেন, তার মধ্যে ছিল তাঁর দল তেহরিক-ই-ইনসাফ, শাওকত খানুম ও নামাল, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি, শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ, মানবাধিকারমন্ত্রী শিরিন মাজারি। আরও ছিল তাঁর দলের নেতা আসাদ উমর, জাহাঙ্গির খান তারিন, নাইম উল হক প্রমুখের অ্যাকাউন্ট।

টুইটারে ইমরান খানকে ফলো করছে প্রায় ১ কোটি ২৯ লাখ অ্যাকাউন্ট। এর মধ্যে পাকিস্তানের অধিকাংশ টুইটার অ্যাকাউন্ট রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English