মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

টেকনাফে বিজিবির অভিযানে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৩৮ জন নিউজটি পড়েছেন

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ওমরখাল ও হোয়াব্রাং নাফ নদীর তীর হতে এসব মাদকের চালান উদ্ধার করা হয়েছে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোররাতে মিয়ানমার হতে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপির একট টহলদল হোয়াব্রাং নাফ নদীর কিনারায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন লোক সীমান্ত পাড়ি দিয়ে লোকালয়ের অভিমুখে আসতে দেখে বিজিবি টহলদলের সদস্যরা তাদের ধাওয়া করে। ধাওয়ারমুখে পাচারকারীরা ১টি প্লাস্টিকের বস্তা ফেলে লোকালয়ে ঢুকে পড়লে তাদের আটক করা সম্ভব হয়নি। পরে বস্তাটি উদ্ধার করে তার অভ্যন্তরে থাকা ৪৫ হাজার পিস ইয়াবা পিস উদ্ধার করা হয়।

এছাড়া অপরদিকে, একইদিনে দমদমিয়া ওমরখাল এলাকায় নাইট ভিশন ক্যামেরায় তিনিজন লোক সীমান্ত পাড়ি দিয়ে লোকালয় অভিমুখে আসতে দেখে দমদমিয়া বিওপির বিজিবি টহলদলের সদস্যরা তাদের ধাওয়া করে। ধাওয়ার মুখে পাচারকারীরা ৪টি প্লাস্টিকের বস্তা ফেলে লোকালয়ে ঢুকে পড়লে তাদের আটক করা সম্ভব হয়নি। পরে ৪টি বস্তা উদ্ধার করে তার অভ্যন্তরে থাকা ২ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনমানিকমূূূূল্য ৯ কোটি ৬০ লাখ টাকা।
উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English