কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য দুই কোটি ১০ লাখ টাকা বলে দাবি বিজিবির।
বিজিবি সূত্র জানায়, গত সোমবার ভোররাতে খারাংখালী বিওপির অদূরে নাইক্ষ্যংখালী সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান আসার গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অবস্থান নেয়। এ সময় একজন লোককে বস্তা কাঁধে নিয়ে নাফনদ থেকে উঠে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দিলে উক্ত ব্যক্তি বস্তা ফেলে অন্ধকারে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল বস্তাটি উদ্ধার করে তল্লাশি করলে সেখানে ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
দিনের অপর ঘটনায় উপজেলার দমদমিয়া বিজিবি চেকপোস্টে নিয়মিত কার্যক্রম পরিচালনার সময় একটি সিএনজি তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় সিএনজিচালক মো. ইলিয়াছ (৪৮) কে আটক করা হয়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা আইনি কার্যক্রম গ্রহণ পরবর্তী সংশ্লিষ্টদের উপস্থিতেতে ধ্বংস করা হবে। এ ছাড়া আটককৃত আসামিকে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।