রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

টেকনাফে ৮৯৫০০ ইয়াবাসহ নারী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩ জন নিউজটি পড়েছেন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাড়ে ৮৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার রাতে র‌্যাব ১৫-এর একটি দল টেকনাফ সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক নারী ওই এলাকার শাহদাত হোসেনের স্ত্রী নুর সেতারা (২১)।

র‌্যাব ১৫-এর সহকারী পরিচালক মিডিয়া আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দরগাহছড়া এলাকায় শাহদাতের বাড়িতে অভিযান চালায় র্যা ব।

একটি থলেসহ পালিয়ে যাওয়ার সময় ওই নারীকে আটক করা হয়। পরে থলের ভেতর থেকে ৮৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।

মাদকসহ ওই নারীকে টেকনাফ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English