শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন

টেলিযোগাযোগ নির্বাহীদের দেশ ছাড়তে নিষেধাজ্ঞা মিয়ানমারে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৫৬ জন নিউজটি পড়েছেন
মিয়ানমার

মিয়ানমারের টেলিযোগাযোগ বিষয়ক বড় বড় প্রতিষ্ঠানের দেশি ও বিদেশি সিনিয়র নির্বাহীকে দেশ ছাড়তে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মিয়ানমার ছাড়তে হলে তাদেরকে অনুমোদন নিতে বলা হয়েছে সামরিক জান্তার পক্ষ থেকে। এ বিষয়ে সরাসরি জানেন এমন সূত্রকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মধ্য জুনে মিয়ানমারের পোস্টস অ্যান্ড টেলিকমিউনিকেশন্স ডিপার্টমেন্ট (পিটিডি) থেকে গোপন এক নির্দেশ দেয়া হয়েছে। তাতে দেশি বিদেশি নির্বাহীদের দেশ ছাড়ার আগে বিশেষ অনুমোদন নিতে বলা হয়েছে। এর এক সপ্তাহ পরে টেলিযোগাযোগ বিষয়ক কোম্পানিগুলোকে দ্বিতীয় আরেকটি চিঠি দেয়া হয়েছে। তাতে তাদেরকে ৫ই জুলাইয়ের মধ্যে ফোনে আড়িপাতা বিষয়ক প্রযুক্তি পুরোপুরি বাস্তবায়ন করার নির্দেশ দেয়। গোয়েন্দা ফোনকল, ম্যাসেজ, ওয়েব ট্রাফিক এবং ব্যবহারকারীদের শনাক্তকরণ, নজরদারি করার জন্য এর আগে একবার তাদেরকে এই প্রযুক্তি বসাতে বলা হয়েছিল।
উল্লেখ্য, এমনিতেই দেশটির টেলিযোগাযোগ বিষয়ক কোম্পানিগুলো সামরিক জান্তার পক্ষ থেকে সরাসরি চাপে আছে। এ বিষয়ে দেশটির সামরিক কর্তৃপক্ষের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইলেক্ট্রনিক নজরদারি প্রচেষ্টা নিয়ে সামরিক জান্তা কখনো মন্তব্য করেনি। কিন্তু তারা ক্ষমতা কুক্ষিগত করার পর পরই একটি সাইবার নিরাপত্তা বিষয়ক আইন পাসের উদ্যোগ নেয়। এর অধীনে যখনই চাওয়া হবে, তখনই সরকারকে টেলিযোগাযোগ বিষয়ক ডাটা সরবরাহ করতে হবে। কোনো কন্টেন্ট মুছে ফেলা বা ব্লক করে রাখা যাবে না। তাতে দেশের একতা, স্থিতিশীলতা এবং শান্তি বিনষ্ট হয় বলে মনে করা হয়। একই সঙ্গে তারা ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক আইন সংশোধন করে, যাতে নিরাপত্তা রক্ষাকারীরা টেলিযোগাযোগে আড়ি পাততে পারে অনায়াসে। সর্বশেষ সামরিক কর্মকর্তারা নজরদারিকারী সরঞ্জাম স্থাপনের পরে নির্বাহীদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English