শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

টেস্ট চ্যাম্পিয়নশিপ : ১৩৯ করলেই কাপ নিউজিল্যান্ডের

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৫৪ জন নিউজটি পড়েছেন
তালেবানের কারণে পাকিস্তান যেতে ভয় পাচ্ছে নিউজিল্যান্ড

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফির দ্বিতীয় ইনিংসে ১৭০ রানে গুটিয়ে গেল ভারত। ট্রফি জেতার জন্য নিউজিল্যান্ডের টার্গেট ১৩৯। ভারত প্রথম ইনিংসে যাও একটু লড়াই করেছিল, দ্বিতীয় ইনিংসে কেউই পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি।

নিউজিল্যান্ডের কাছে এই ম্যাচ জেতার জন্য মোটামুটি ৪৩ ওভার এবং হাতে ১০ উইকেট রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২১ রান। আর মাত্র ১১৮ রান করতে পারলেই ট্রফি জিতবে নিউজিল্যান্ড। তবে এই উইকেটে দ্রুত রান তোলা একেবারে সম্ভব নয়। ম্যাচের মোড় এবার কোনদিকে ঘোরে এখন সেটাই দেখার।

এর আগে প্রথম ইনিংসে ২১৭ রান করেছিল ভারতীয়রা। জবাবে অবশ্য নিউজিল্যান্ডও খুব বেশিদূর যেতে পারেনি। তারা অল-আউট হয়েছে ২৪৯ রানে। ৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English