লিসবনের সঙ্গে আনহেল ডি মারিয়ার সম্পর্কটা বেশ পুরোনো। বেনফিকার হয়ে তিন বছর খেলেছেন। তবে এ শহরে তার সবচেয়ে স্মৃতিটা রিয়াল মাদ্রিদের হয়ে।
২০১৪ আসরের ফাইনালে দলকে জিতিয়েছিলেন শিরোপা, হয়েছিলেন ম্যাচসেরাও। আজ ফাইনালের আগে তাই সে স্মৃতিই রোমন্থন করলেন তিনি। উয়েফাকে দেওয়া এক সাক্ষাত্কারে জানালেন শিরোপা জেতার প্রত্যয়ও।
বললেন, ‘এটা দারুণ হবে, আমার নিজের এবং ক্যারিয়ারের জন্যেও। তারা যখন ভেন্যুটা বদলে লিসবনে এনেছিল, তখনই পুরনো অনুভূতিগুলো ফিরে আসছিল। তারপর ফাইনালে উঠলাম, রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৪ মৌসুমের ফাইনালেও এই স্টেডিয়ামেই খেলেছিলাম। এ সমন্বয়টা আমার জন্যে দারুণ, ব্যাপারটা বেশ ভালো লেগেছে আমার।’