অবাক করা বিষয় হলো, কবীর সিংয়ের ৪০তম সিনেমা হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্র আর সেটি হবে ঢাকাই সিনেমা। মঙ্গলবার সকালে এ অভিনেতা তার ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এমন তথ্য নিশ্চিত করেন।
সেখানে তিনি লিখেন, একটি নতুন দেশ, একটি নতুন জীবন আর একটি নতুন চরিত্র। এবার আমি আমার গণ্ডি পেরিয়ে যাচ্ছি বাংলাদেশের দিকে, একদমই নতুন রূপে।
তিনি আরও লিখেন, এটি হতে যাচ্ছে আমার চল্লিশতম সিনেমা, তাও আবার একটি বাংলা চলচ্চিত্র। আমার চল্লিশতম সিনেমার জন্য সবার শুভকামনা চাই।
সেইসাথে কৃতজ্ঞতা প্রকাশ করে কবীর দোহান সিং বাংলাদেশীদের উদ্দেশ্য তিনি লিখেন, বাংলাদেশ, আমি আসছি।
তবে বাংলাদেশের কোন সিনেমার জন্য তিনি আসছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।