শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

ঢাকাগামী বাসে ১০৮ বোতল ফেনসিডিলসহ আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা দিঘিরপাড়ে একটি যাত্রীবাহী বাস হতে ১০৮ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে তাদের আটক কা হয়।

আটককৃতরা হলেন, খুলনা জেলার পাইকগাছা থানার মৃত ইমতিয়াজ বাইনের ছেলে আব্দুর রশিদ বাইন (৭০) ও সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার মৃত লক্ষীকান্ত বৈরাগীর ছেলে শ্বশান বৈরাগী (৫৫)।

ভাঙ্গা হাই-ওয়ে থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা হাইওয়ে পুলিশ জয়বাংলা দিঘির পাড় এলাকায় খুলনা থেকে ঢাকা গামী বনফুল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫১৭০) তল্লাশী করে ১০৮ বোতল ফেনসিডিলসহ এই দু’জনকে আটক করে। একটি ব্যাগের মধ্যে করে তারা এসব ফেনসিডিল নিয়ে যাচ্ছিল।

তিনি জানান, আটক এই দু’জন দীর্ঘদিন যাবত মাদক পাচারের সাথে জড়িত। এর সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English