বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন

ঢাকা বিশ্বের চতুর্থ বসবাসের অযোগ্য শহর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৯ জুন, ২০২১
  • ৭৪ জন নিউজটি পড়েছেন
ঢাকা বিশ্বের চতুর্থ বসবাসের অযোগ্য শহর

এবছর বসবাসযোগ্য শহরের তালিকায় ১৪০টি দেশের মধ্যে ১৩৭ তম অবস্থানে রয়েছে ঢাকা। অর্থাৎ, বিশ্বে যতোগুলো বসবাসের অযোগ্য শহর আছে তার মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রকাশিত গবেষণায় এ তথ্য জানা গেছে। খবর রয়টার্সের।

করোনার কারণে ২০২০ সালের জরিপ বাতিল করে ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। তার আগের বছর ২০১৯ সালে এই তালিকায় ১৩৮ ও তার আগে ২০১৮ সালে ঢাকা ছিল ১৩৯তম অবস্থানে। অর্থাৎ, বসবাসের অযোগ্য দ্বিতীয় শহর। এবছর ২০২১ সালে ৩৩ দশমিক ৫ পয়েন্ট নিয়ে রয়েছে ১৩৭ নম্বরে।

করোনা মহামারির কারণে এই তালিকায় এসেছে বেশ পরিবর্তন।

এ বছর ঢাকা স্থিতিশীলতায় ৫৫, স্বাস্থ্যসেবায় ১৬ দশমিক সাত, সংস্কৃতি ও পরিবেশে ৩০ দশমিক আট, শিক্ষায় ৩৩ দশমিক তিন এবং অবকাঠামোতে ২৬ দশমিক আট পয়েন্ট পেয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েনাকে টপকে এবারের বসবাস যোগ্য শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে অকল্যান্ড। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোর ওপর ভিত্তি করে ১৪০টি শহরের এই তালিকা তৈরি করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English