সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলে কমিটি নিয়ে অনিয়মের অভিযোগ, ক্ষোভ তৃণমূলে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৬০ জন নিউজটি পড়েছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণ এর কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে। অভিযোগ উঠেছে বিভিন্ন উপায়ে কমিটিতে ঠাই মিলেছে ঢাকা দক্ষিণে কখনো রাজনীতি করেনি এমন অনেকের। বাদ পড়েছে ত্যাগী ও পরিশ্রমী নেতারা। ২০০০ সাল এসএসসি এরকম নেতা-কর্মীদের দিয়ে কমিটি করার কথা থাকলেও কমিটিতে ঠাই মিলেছে ২০০০ এর আগে এসএসসি দেয়া অনেকের। এসব কারণে ক্ষোভ প্রকাশ করেছেন কমিটিতে জায়গা পাওয়া অনেক নেতাও।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর দক্ষিণের এক নেতা বলেন, ছাত্রদলের কমিটি হবে ছাত্র রাজনীতি করে এমন ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে। কিন্তু এই কমিটিতে যুবদলে পদ আছে এমন লোকেরও ঠাই মিলেছে, ঠাই মিলেছে ঢাকা মহানগর দক্ষিণের কোন প্রোগ্রামে কখনো অংশ নেয়নি এমন অর্ধশতাধিক লোকের। তবে মহানগরের দীর্ঘদিন পরীক্ষিত অনেক ছাত্রনেতা বাদ পড়েছে এই কমিটি থেকে।

এদিকে কমিটি ঘোষণার পরে কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নাহিদুল ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘ছাত্রদল ঢাকা মহানগর (দঃ)পদ-পদবী পাওয়া অনেক নেতাদের শুভেচ্ছা জানাতে পারলাম না! ফ্যাক্ট তাদেরকে চিনি না।’

নব গঠিত কমিটির দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান সানি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘জীবনে কোনদিন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের পাশে না থেকেও যারা দৈববলে সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক হয়েছেন আগামীকাল সবাইকে প্রোগ্রাম দেখতে চাই। যদি প্রোগ্রামে না পাই দেখলেই কানের নিচে দিমু। সাধু সাবধান।’

এবিষয়ে জানতে চাইলে পদ বঞ্চিত ডেমরা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক তাজ মাহমুদ বলেন, আমাকে কেনো এবং কি কারনে কমিটিতে রাখা হয় নাই তা সাংগঠনিক টিম ঢাকা (ক) এবং মহানগর এর নেতৃবৃন্দ ভালো বলতে পারবে। তা ছাড়া এই দলের জন্য জেল জুলুম মামলা প্রতিনিয়তো খেয়েই যাচ্ছি আমি। ডেমরা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসহাক এনাম ভাই আমাকে কমিটি দিয়ে গেছে। আমি এসএসসি ২০০৫ এবং অবিবাহিত এবং আমি পদ না পাওয়ার পিছনে সম্পূর্ন ভাবে সাংগঠনিক ঢাকা টিম (ক), মহানগর এর ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সরাসরি দায়ী। আমার কমিটির জুনিয়ারকে তারা এই কমিটিতে সহ সভাপতি করেছেন।

পদ বঞ্চিত আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি আশরাফুল করিম মিন্টু বলেন, সারা বাংলাদেশে ছাত্রদলকে গোছানোর জন্য যে টিম করা হয়েছে তারা আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাএদলের কমিটি করার সময় নিয়মের তোয়াক্কা না করে টাকা পয়সা লেনদেনের মাধ্যমে কমিটি দেন। যা আমি প্রতিবাদ করি এবং কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত অভিযোগ দেই। তার পরিপেক্ষিতে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে ঢাকা মহানগর দক্ষিণ ছাএদলের কমিটিতে এবং আমার কলেজে ছাত্রদল থেকে কারোই নাম রাখেনি। এই ব্যপারে কোন মন্তব্য করতে নারাজ টিমের প্রধান হাফিজ ভাই। আমাকে প্রটোকল অনুযায়ী ২ নং সহ সভাপতি রাখার কথা। তারা আমার প্রানের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ধ্বংস করার কাজে লিপ্ত।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল এর সাধারণ সম্পাদক এম এ গাফফার বলেন, দীর্ঘ সময় পর কমিটি হয়েছে সে ক্ষেত্রে কিছুটা ভুল ভ্রান্তি হতে পারে। তবে কিছু লোক এ কমিটিতে জায়গা পেয়েছেন যাদেরকে আমরা চিনি না, এ কথাটা মিথ্যে নয়। আবার কিছু নেতাকর্মী বাদ পড়েছেন সক্রিয় না থাকার কারণে, আবার কেউ ইচ্ছাকৃতভাবে থানায় রাজনীতি করবেন বলে তাদেরকে এ কমিটিতে রাখা হয়নি। তবে ক্রাইটেরিয়ায় টিকে এমন কাউকে বাদ দেয়া হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English