শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

তামিম অসুস্থ, প্রস্তুতি নিচ্ছেন বিদেশে যাওয়ার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৬০ জন নিউজটি পড়েছেন

প্রায় সাড়ে তিন মাস পর বন্ধ দুয়ার খুলল ‘হোম অব ক্রিকেটের’। রোববার সকালে মাঠে দেখা গেছে মুশফিকুর রহিমসহ দেশের একঝাঁক ক্রিকেটারের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন তারা।

সবাইকে দেখা গেলেও মাঠে পাওয়া যায়নি ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে।

এর কারণ হিসাবে জানা গেছে, বেশ কিছু দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। তবে দ্রুতই সেরে উঠে মাঠে ফিরতে চান তিনি। ফিরে পেতে চান ফিটনেস। ঝালিয়ে নিতে চান ব্যাটিং। সে জন্য উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তামিম ইকবাল।

সূত্র জানায়, বেশ কিছু দিন ধরে অন্ত্রে ব্যথা অনুভব করছেন তামিম। ঢাকায় বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। প্যাথলজিক্যাল টেস্ট, সিটিস্ক্যানও করিয়েছেন। কিন্তু এত কিছুর পরও তার ব্যথার কারণ জানা যায়নি।

এ বিষয়ে এক সংবাদমাধ্যমকে তামিম বলেন, গত এক মাসে তিনবার এমন ব্যথা অনুভব করেছি। ব্যথাটা এতটাই বাড়ে যে, সোজা হয়ে দাঁড়াতে পারি না। বসলে বা শুয়ে থাকলেও ব্যথা চলতেই থাকে। এ নিয়ে অনেক ডাক্তার দেখিয়েছি। চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হতে বলেছিলেন। কিন্তু করোনার কারণে তা আর হয়ে ওঠেনি। এখন আরও কিছু পরীক্ষা করাতে চাই। এন্ডোসকপি, কোলনস্কোপি করাব আবার।

চিকিৎসার জন্য কোন দেশে যেতে পারেন জানতে চাইলে তামিম বলেন, লন্ডনে যেতে পারি। সেখানকার চিকিৎসকদের সঙ্গে যোগাযোগও হয়েছে। তবে ওখানে ১৪ দিনের কোয়ারেন্টিনের ঝামেলা আছে। এর পরও সুযোগ খুঁজছি ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English