সাতক্ষীরার তালায় জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এর মধ্যে তালা হাসপাতালে মারা গেছেন আ. লতিফ সরদার (৬৫) নামের এক পাট ব্যবসায়ী।তিনি উপজেলার মুড়াকলিয়া গ্রামের মৃত জেকের সরদারের ছেলে।
আর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তালা উপজেলার মাগুরা বারুইপাড়া এলাকার হাতেম আলীর ছেলে ব্যবসায়ী আব্দুল মালেক (৫০)। রবিবার দুপুরে তালা হাসপাতালে ভর্তি হয়ে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ব্যবসায়ী লতিফ সরদার। তালা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারাহ ফেরদৌস ব্যবসায়ী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ব্যবসায়ীর স্বজনরা জানান, গত ৫ দিন ধরে আ. লতিফ সরদার জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টে ভুগছিলেন। রবিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে তালা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান। তার ডায়াবেটিকস ও হার্টের সমস্যা ছিল বলেও জানান তার স্বজনরা।
অপরদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মানস কুমার মণ্ডল জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ১ আগষ্ট রাত সাড়ে ৮টায় মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন তালা উপজেলার মাগুরা বারুইপাড়া গ্রামের ব্যবসায়ি আব্দুল মালেক। এক ঘণ্টা পর তিনি মারা যান।
স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। লকডাউন করা হয়েছে তার বাড়ি।
তিনি আরও জানান, সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২২ জন মারা গেলেন। আর উপসর্গ নিয়ে মারা গেলেন অন্তত ৫৯ জন।