বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

তালেবানকে স্বীকৃতি নয়, তাদের সঙ্গে আলোচনাও নয়: ইইউ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৪৭ জন নিউজটি পড়েছেন
ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তালেবানদের স্বীকৃতি দেয়নি বলে জানিয়েছেন ইইউ কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেয়েন। পাশাপাশি এটাও জানান যে, গোষ্ঠীটির সঙ্গে তারা কোনো রাজনৈতিক আলোচনাও করছে না। শনিবার (২১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, স্পেনের রাজধানী মাদ্রিদে কাবুল থেকে পালিয়ে আশ্রয় নেওয়া ইইউ প্রতিষ্ঠানের আফগান কর্মীদের কেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ইইউ নির্বাহী প্রধান।

৩টি জেলা তালেবান দখলমুক্ত করলো বিরোধী জোট

উরসুলা ভন ডার লেয়েন বলেন, তিনি মানবিক সহায়তায় ৫৭ মিলিয়ন ইউরো (৬৭ মিলিয়ন ডলার) বৃদ্ধির প্রস্তাব করবেন, যা চলতি বছর কমিশন আফগানিস্তানের জন্য বরাদ্দ করেছিল।

ইইউ উন্নয়ন সহায়তা মানবাধিকারের সম্মান, সংখ্যালঘুদের সঙ্গে ভালো ব্যবহার এবং নারী ও মেয়েদের অধিকারের প্রতি শ্রদ্ধা জানায়। যোগ করেন তিনি।

বলেন, আমরা হয়তো তালেবানের কথা শুনবো। কিন্তু তাদের কাজ ও কর্মের মাধ্যমে আমরা তাদের সবার ওপরে পরিমাপ করবো।

শরণার্থীদের পুনর্বাসনে সহায়তা করতে কমিশন ইইউ দেশগুলোকে তহবিল প্রদানের জন্য প্রস্তুত বলে জানিয়ে উরসুলা ভন ডার লেয়েন আরও বলেন, আগামী সপ্তাহে জি-৭ সম্মেলনে পুনর্বাসন ইসু্যটি তিনি তুলবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English