তালেবান ও আফগানিস্তানের সব পক্ষের প্রতি জানমালের সুরক্ষা দাবি করেছে সৌদি আরব। টুইটারে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, কোনোরকম হস্তক্ষেপ ছাড়াই আফগানিস্তানের জনগণ যা বেছে নিয়েছেন, তার পাশে সৌদি আরবের অবস্থান। এতে আশা প্রকাশ করা হয় যে, যত দ্রুত সম্ভব আফগানিস্তানের স্থিতিশীলতা ফিরবে। সূত্র আল জাজিরা।