পরিচয় ৯ বছরের, প্রেম তিন বছরের। ২০২০ সালের ডিসেম্বরে এসে ওম-মিমি প্রেমের পূর্ণতা পেল। মিস্টার এন্ড মিসেস হলেন তারা। রেজিস্ট্রি করে বিয়ে সারলেন এই জুটি। ওম বললেন, এই মুহূর্তে সামাজিক বিয়ের পরিকল্পনা নেই। এমনকী রেজিস্ট্রিটাও হঠাৎ করেই করে ফেলা।
তবে সকলকে আমন্ত্রণ করে বিয়ের অনুষ্ঠান করার ইচ্ছা আছে। জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত পরিস্থিতি কেমন দাঁড়ায় দেখা যাক, সেই বুঝে ফেব্রুয়ারিতে অনুষ্ঠান করার ভাবনা চিন্তা চলছে বলেও জানান এই টালিউড নায়ক।
২০১১ সালে প্রথম দেখা। একসঙ্গে কাজ করেছিলেন ওপার বাংলার অভিনেতা ওম সাহানি এবং মিমি দত্ত। তখন যদিও তারা শুধুই সহকর্মী, তবে একে অপরের বেশ জানাশোনা ছিলেন। প্রায় তিন বছর আগে তারা প্রেমের সম্পর্কে জড়ান।