দক্ষিণ কোরিয়ায় একটি বাসের ওপর বহুতল একটি ভবন ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে।
রাজধানী সিউলের ২৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত গুয়ানজু শহরের ব্যস্ত সড়কে এই দুর্ঘটনা ঘটে।
সিএনএন জানিয়েছে, একটি পাঁচতলা ভবন অপসারণের সময় সেটি পাশেই দাঁড়িয়ে থাকা একটি বাসের ওপর ধসে পড়ে। এতে বাসটি ভবনটির নীচে চাপা পড়লে হতাহতের এই ঘটনা ঘটে।
ওই ঘটনায় আরও ৮ জন আহত হয়েছে। জাতীয় দমকল সংস্থা জানিয়েছে, বাসে ১৭ জন আরোহী ছিল। এটি একটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সে সময়ই ভবনটি ধসে পড়ে।
ভবন ধসে পড়ার আগে সেখান থেকে সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছিল। দমকল কর্মকর্তা কিম সিওক সান টেলিভিশনে দেয়া এক ভাষণে এ তথ্য নিশ্চিত করেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাস্তায় থেমে থাকা বাসের ওপর হঠাৎ করেই একটি বহুতল ভবন ধসে পড়ছে। ওই ভবনের পাশের রাস্তায় দোকান চালান ইয়াং ইক জে। তিনি বলেন, আমার মনে হচ্ছিল পৃথিবী কাঁপছে।