শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ২৫ শ মেট্রিক টন গম আমদানি

অনলাইন সংস্করণ
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৭৮ জন নিউজটি পড়েছেন
দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ২৫ শ মেট্রিক টন গম আমদানি

চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ২৫শ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ৪২টি রেল ওয়াগন ভর্তি গম ভারতের পশ্চিমবঙ্গের গেঁদে বন্দর হয়ে দর্শনায় পৌঁছে।

এর আগে গম বোঝাই ট্রেনটি সীমান্ত অতিক্রম করলে দর্শনা চেকপোস্টে মেডিকেল বুথে ট্রেনের পরিচালক ও গার্ডদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। এরপর ট্রেনটি দর্শনা বন্দর ইয়ার্ডে প্রবেশ করে।

কাস্টমস ক্লিয়ারিং ও উদ্ভিদ সংগ নিরোধের ছাড়পত্র পাওয়ার পর এ গম যশোর নওয়াপাড়া বন্দরে বুকিং করা হবে বলে জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি।

ঢাকা রমনার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মোশারফ অ্যান্ড ব্রাদার্স এ গম আমদানি করেছে। আমদানি করা প্রতি টন গমের ইনভয়েস মূল্য দুশ ৯৫ ইউএস ডলার। এটা নিয়ে গত দু’মাসে দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ২৪ হাজার মেট্রিক টন গম আমদানি করা হলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English