সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

দলে কিছুটা পরিবর্তন আসবে : তামিম

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ২৮ জন নিউজটি পড়েছেন

দ্বিতীয় ওয়ানডে শেষেই জানা গিয়েছিল, শেষ ম্যাচে একাদশ নিয়ে পরীক্ষা নীরিক্ষা করবে বাংলাদেশ। এরপর গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও একই কথা বলেছেন। এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, দলে কিছুটা পরিবর্তন আসতে পারে। একইসঙ্গে তিনি সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের ঘুরে দাঁড়ানোর বিষয়ে নিজ দলকে সতর্ক করে দিয়েছেন।

ইতোমধ্যে প্রথম দুই ম্যাচে জয় নিয়ে তিন ওয়ানডে সিরিজটি নিজেদের করে নিয়েছে টাইগাররা। তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য দলে কিছুটা পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। তামিম বলেন, ‘দলে হয়তো কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে আমি নিশ্চিত যারা দলে ঢুকতে যাচ্ছে তাদের ম্যাচ জেতানোর সামর্থ্য আছে। অতীতেও তারা ভালো খেলেছে এবং আমাদেরকে ম্যাচে জয় এনে দিয়েছে। দলের সবাই ভালো করার জন্য বেশ অনুপ্রাণীত। আশা করি জয়ের ধারা অব্যাহত রাখতে পারব।’

তামিমের মতে, সিরিজ জয় করলেও দলের বিভিন্ন দিকে এখনো অনেক উন্নতির অনেক জায়গা আছে। কারণ সামনে বিদেশের মাটিতে সিরিজ অপেক্ষা করছে। তিনি বলেন, ‘আমি নিশ্চিত অনেক দিকেই উন্নতির সুযোগ রয়েছে। আপনি সব সময় নিখুঁত হতে পারবেন না। কিন্তু তিন বিভাগেই উন্নতি করতে হবে। আমরা বোলিং ব্যাটিং ও ফিল্ডিংয়ে উন্নতি করতে পারব। আমরা ব্যাটিংয়ে হয়তো শুরুটা ভালো করছি কিন্তু আমরা সেটিকে বেশিদূর এগিয়ে নিতে পারছি না। সুতরাং ওই বিভাগে উন্নতি করার প্রয়োজন আছে।’

টাইগার অধিনায়ক বলেন, ‘আইসিসি ওডিআই সুপার লিগ চলছে। আমরা যদি সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ নিতে চাই, তাহলে অবশ্যই সব বিভাগে উন্নতি করতে হবে। আমাদেরকে বিদেশের মাটিতে খেলতে হবে। ভিন্ন কন্ডিশনে খেলাটা সব সময় কঠিন। তাই আন্তর্জাতিক ম্যাচে সব কিছু সঠিক আছে কিনা সেটি নিশ্চিত করতে হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English