ক্যাপ্টেন লিডিং ফরম দ্য ফ্রন্ট- সামনের দিক থেকে নেতৃত্ব দেওয়াই হলো অধিনায়কের কাজ। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ঠিক সেই কাজটিই করলেন টাইগার দলপতি মুমিনুল হক। দলকে বিপর্যয়ের হাত থেকে তুলে ভালে অবস্থানে নিলেন, সাথে নিজের ব্যক্তিগত ঝুলিতে পুরলেন আরও একটি শতক। ফলে তামিমকে পেছেনে ফেলে প্রথম বাংলাদেশি হিসেবে ১০টি টেস্ট শতকের মালিক এই লিটল ম্যান!
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম মানেই যেন মুমিনুল হকের ব্যাটে রানের ফোয়ারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্টের প্রথম ইনিংসে তা হয়নি। তবে দ্বিতীয় ইনিংসেই মুমিনুল ফিরেছেন স্বরূপে।
আগের দিনের শেষ সেশনে ৩ উইকেটে ৪৭ রান করেছিল বাংলাদেশ। আজ চতুর্থ দিনের সকালে শুরুর পৌনে এক ঘণ্টা ভালোভাবেই কাটিয়ে দেন মুশফিকুর রহীম ও মুমিনুল হক। কিন্তু এরপরই ঘটে বিপদ। রাহকিম কর্নওয়ালের একটি অফস্ট্যাম্পের ডেলিভারি অনসাইডে খেলতে গিয়ে মিস করেন মুশফিক, বল আঘাত হানে প্যাডে।