শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

দাউদ ইব্রাহিমের অবস্থান নিশ্চিত করলো পাকিস্তান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৫৪ জন নিউজটি পড়েছেন

আন্ডারওয়ার্ল্ড জগতের ত্রাস ও মোস্ট ওয়ান্টেড মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের অবস্থান নিশ্চিত করলো পাকিস্তান।

পাকিস্তানি কর্তৃপক্ষের মতে, তার ঠিকানা হলো করাচীর হোয়াইট হাউস সৌদি মসজিদের নিকটবর্তী ক্লিফটনে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের অন্যতম কাঙ্ক্ষিত ব্যক্তি দাউদ ইব্রাহিম করাচী শহরে থাকেন। শনিবার পাকিস্তান সরকার বিষয়টি স্বীকার করে নিয়েছে।

এদিন পাকিস্তান ৮৮ জন সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা প্রকাশ করে। যেখানে দাউদ ইব্রাহিমের পাশে হাফিজ সাদ, মাসউদ আজহারের নাম রয়েছে।

পাকিস্তান সরকার হাফিজ সাদ, মাসউদ আজহার ও দাউদ ইব্রাহিমসহ অন্যান্য সন্ত্রাসবাদী দল এবং তাদের নেতাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয়।

১৯৯৩ সালে মুম্বাইয়ের সিরিয়াল বিস্ফোরণে দোষী এই আন্ডারওয়ার্ল্ড ডনসহ অন্যান্য সন্ত্রাসীরা পাকিস্তানে আশ্রয় নেয়।

ভারত দাবি করে আসছিলো দাউদ পাকিস্তানেই রয়েছে। কোন্তু পাকিস্তান সেকথা এতো দিন স্বীকার করেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English