বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

দান-সদকা কোরবানির বিকল্প নয়

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মেহাম্মদ ইসহাক বলেছেন, কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সাধারণ দান-সদকা কোরবানির বিকল্প নয়। যারা করোনাসহ বিভিন্ন সমস্যার কথা বলে ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল কোরবানিকে নিরুৎসাহ করতে চায় তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। যাদের ওপর কোরবানি ওয়াজিব তাদের অবশ্যই কোরবানি করতে হবে। খেলাফত মজলিস বৃহত্তর খুলনা জোনের বিভিন্ন শাখার শুরা সদস্যদের এক ভার্চুয়াল তরবিয়তি মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত মজলিস বৃহত্তর খুলনা জোনের শাখাগুলোর শুরা সদস্যদের নিয়ে জোন পরিচালক মাওলানা এ কে এম আইউব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভার্চুয়াল তরবিয়তি মজলিস সঞ্চালনা করেন খুলনা জোনের সহকারী পরিচালক ডা. আবদুর রাজ্জাক। এতে আলোচনা পেশ করেন সংগঠনের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মো. আবদুল জলিল প্রমুখ। অনুষ্ঠানে খুলনা মহানগরসহ খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, নড়াইল জেলা শাখার শুরা সদস্যরা অংশগ্রহণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English