শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

দাপুটে জয়ে মেসি-পরবর্তী যুগের সূচনা বার্সার

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪৭ জন নিউজটি পড়েছেন
বার্সেলোনার সাড়ে ১৩ হাজার কোটি টাকা ঋণ

লিওনেল মেসি নাম লিখিয়েছেন পিএসজিতে। কোচ রোনাল্ড কোম্যান সব ভুলে নতুন শুরুর বার্তা দিয়েছিলেন। জেরার্ড পিকে-আঁতোয়ান গ্রিজম্যান, মেম্ফিস ডিপাইরা মেসি পরবর্তী যুগের শুরুটা করেছেন দুর্দান্তভাবে। স্প্যানিষ লা লিগায় রোববার ৪-২ গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে বার্সেলোনা।

মেসি না থাকলেও এর প্রভাব পড়েনি বার্সেলোনার খেলায়। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ১৯তম মিনিটে লিড নেয় বার্সা। মেম্ফিস ডিপাইয়ের ফ্রিকিক থেকে হেডে বল জালে জড়ান পিকে। বার্সেলোনার জার্সিতে ৫০তম গোল তার। বিরতির ঠিক আগে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ক্রসে মাথা ছুঁইয়ে বার্সাকে দুই গোলে এগিয়ে দেন মার্টিন ব্র্যাথওয়েট।
বিরতির পরও সেই ব্র্যাথওয়েটের গোল। জর্দি আলবার ক্রস ঠেকালেও ডেনিশ এই ফরোয়ার্ডের চেষ্টা ঠেকাতে পারেনি সোসিয়েদাদ। তাতে ইতিহাসের পাতায় উঠে যান তিনিও, স্প্যানিশ লীগের ইতিহাসে কোনো ডেনিশ ফরোয়ার্ডই যে এর আগে জোড়া গোল করে দেখাতে পারেননি!

এতক্ষণ পর্যন্ত বার্সা সহজ জয় দেখলেও ৮২ আর ৮৫তম মিনিটে দুই গোল হজম করে কিছুটা শঙ্কাতেই পড়ে যায়। তবে সার্জিও রবার্তোর শেষ মুহূর্তের গোলে ৪-২ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এদিকে শিরোপাধারী অ্যাটলেটিকো মাদ্রিদও শুরুটা করেছে দুর্দান্ত। আনহেল কোরেয়ার জোড়া গোলে সেল্টা ভিগোকে হারিয়েছে ২-১ গোলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English